August 5, 2015

ঝড়

সামনে এম এস ওয়ার্ড খোলা। সাদা পাতাটায় লেখার আছে কত কিছু। মন উজার করেঠিক কাল বিকেলের বৃষ্টির মত, আকাশ ভেঙ্গে। সেইভাবেই হঠাৎ ভেঙ্গে পড়তে ইচ্ছে হল। কিন্ত‍ু কি লাভ ভেঙ্গে পড়ে? সে কি হাতের মুঠোয় যত্ন করে কুড়িয়ে নিতে আসবে?

সে যে কিছুই জানে না। কাল বিকেলের বৃষ্টির ফোঁটাগুলি বৃথাই বয়েছিল। তাঁর পা ভিজেছিল, মন ভেজেনি মোটে

কার? সেই যে তাঁর, ওই ঝাপসা কাঁচের দেওয়ালের পারে যার কর্মকর্তার স্থাননা জানি কত ওয়ার্কিং আওয়ার্স ধরে এই এম এস ওয়ার্ড-এর সাদা পাতায় তোমাকে মনের রঙে আঁকছি... তুমি বুঝবেনা। ভীষণ নিষ্ঠুর তুমি, বাইরে ওঠা ঝড়ের মত...

ভেঙ্গে পড়তেও সাহস লাগেলাগে জমিয়ে রাখা একরাশ গর্জন। আমার না আছে সাহস না গর্জাবার জোরআছে শুধু এই সাদা পাতা।

বাইরে ওঠা ঝড়ের তোড়ে মন যখন অশান্ত, শুধু সাদা পাতাটাই তখন শান্ত। শুন্য ও একাতুমি কি কোনদিনও বুঝবেনা?

***

সেই তখন থেকে কম্পিউটারের দিকে তাকিয়ে কী ভাবছে? আমার কথা? ধুস! সে কপাল আমার কই। থাকলে কি আর...

বড্ড দেরী হয়ে গেল তোমায় খুঁজে পেতে। গত চার দশকের চল্লিশটা বসন্ত নষ্ট হয়ে গেলঠিক কাল বিকেলে বৃষ্টি যেমন বয়েছিল বৃথামুঠোয় তো ধরতে চেয়েছিলাম পারলাম কই...

শুধু পা ভেজেনি কাল, মন তলিয়েছিল অতলেতুমি বুঝবেনা। তোমার বয়স যে বড় কম।

***

তুমি তাকিয়ে থাকো কেন? তুমিও কী তবে মনের পাতায় আমার ছবি আঁকো?

শুধুই তাকিয়ে থাকোতোমার চোখে নেই প্রেম। কিন্ত‌ু দেখেছি অপ্রেম

আমি মেয়ের বয়সী বলে? নাকি তুমি বিবাহিত বলে?

শুধুই তাকিয়ে থাকা। মনের পাতায় ছবি আঁকা। সমাজ এড়িয়ে চলা।

নাহ্... এই বৃষ্টি বৃথাই বয়ে যাক

***

মেঘ করেছে আবার। জানলার বাইরে ঝড়।

শুধুই কী বাইরে? ঝড় ওঠেনি মনের কোনে?

সেই যবে ওই “মেয়ের বয়সী” মেঘটি জমল মনের আকাশে সেদিন তো ঝড় এসেছিল। তুমি বোঝোনি

এখনও স্ক্রীনের দিকেই শান্ত দৃষ্টি তাঁর ওই ঝড়ের মতই গর্জে উঠতে হঠাৎ ইচ্ছে হলমন বলছে নামুক বৃষ্টি, ভাসিয়ে দিক সমাজ। ভঙ্গ হোক আমাকে অশান্ত করা তোমার শান্তি

কিন্ত‍ু কী লাভ বৃষ্টি ঝড়িয়ে?

সে তো হাতের মুঠোয় যত্ন করে কুড়িয়ে নিতে আসবেনা। ভাববে আমি বিবাহিত।

ভীষণ নিষ্ঠুর তুমি, এই সমাজের মত...

ছবি সৌজন্য: গুগল

No comments:

Post a Comment